স্ত্রী আলিয়া সিদ্দিকি ও ভাই শামাসের নামে এবার মানহানির মামলা দায়ের করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহ বার বার জায়গা করে নিয়েছে শিরোনামে।
তাই প্রাক্তন স্ত্রী এবং ভাইয়ের নামে মানহানির মামলা দায়ের করে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেতা। নওয়াজউদ্দিন সিদ্দিকির আইনজীবী জানিয়েছেন, শামাস এবং স্ত্রী আলিয়া সিদ্দিকি কিছু ভিডিয়ো বানিয়ে অভিনেতাকে ব্ল্যাকমেল করেছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকি পরে ভাইয়ের কাছে তাঁর সম্পত্তি ফেরত চাইলে সেখানে ২০ কোটি টাকার অসঙ্গতি ধরা পড়ে। যার ফলে ২০২০ সালে ভাইকে চাকরি থেকে বহিষ্কার করেন অভিনেতা। তাঁর কথায়, শামাস ও আলিয়া সিদ্দিকি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। মানহানিকর ভিডিয়ো পোস্ট করেছে। যার ফলে তাঁর সিনেমার মুক্তি আটকে রয়েছে।