Wednesday, August 17, 2022
বিনোদনমধুচন্দ্রিমার পরই শাহরুখের ব্যস্ত নয়নতারা

মধুচন্দ্রিমার পরই শাহরুখের ব্যস্ত নয়নতারা

মধুচন্দ্রিমা থেকে ফিরেই কাজে যোগ দিয়েছেন নয়নতারা। শাহরুখের সঙ্গে শুরু করেছেন জওয়ান সিনেমার শুটিং।

আতলির পরিচালনায় এই ছবিতে দক্ষিণী ছবিতে এই প্রথম জুটি বাঁধছেন নয়নতারা।অন্যদিকে শহরুখেরও এটিই প্রথম দক্ষিণী ছবি।এ ছবিতে শাহরুখের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগেই। তা দেখেই রীতিমতো বিস্মিত ফ্যানরা। এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন কিং খান এই ছবিতে।জানা গেছে, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। মাঝখানে বিয়ের কারণে বেশ কিছুটা বিরতি নিলেও ফের কাজে মন দিয়েছেন অভিনেত্রী নয়নতারা। উল্লেখ্য, চলতি মাসেইও ভিগনেশ শিবানের সঙ্গে চার হাত এক হয়েছে নয়নতারার। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন কিং খানও।কথা রেখেছেন নয়নতারাও। হানিমুন থেকে ফিরে সোজা মুম্বাইয়ে ল্যান্ড করেছেন তিনি আর সঙ্গে সঙ্গে শুরু করেছেন ছবির কাজ।সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাইরাল হয়েছে নয়নতারা ও ভিগনেশের থাইল্যান্ডের মধুচন্দ্রিমার বেশ কিছু ছবি, যা তাদের ফ্যানদের মন কেড়ে নিয়েছে। অন্যদিকে করোনা থেকে সেরে উঠেই সহ-অভিনেত্রীর বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। যদিও তা নিয়ে কম জল ঘোলা হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই ক’দিনে কী করে কমে গেল তার অসুস্থতা? অনেকে আবার বলেছিলেন, দক্ষিণী ছবির বক্স অফিস কালেকশনের কাছে যেভাবে মাথা নিচু করেছে বলিউড তাতে তার হৃত গৌরব পুনরুদ্ধারের জন্যই এবার সাউথে গেছেন শাহরুখ।শুধু তা-ই নয়, সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন শাহরুখ। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ  ও বলিউডের শুভাকাঙ্ক্ষীরা।

More News

রক্তাক্ত অবস্থায় শাহরুখের ভিডিও ফাঁস

0
রক্তাক্ত অবস্থায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ খান, ফাঁস হয়ে গেল ব্রহ্মাস্ত্র ছবিতে শাহরুখের ফার্স্ট...

শাহরুখের পাশে ছেলে আরিয়ান

0
বাবার ঢাল হলেন ছেলে আরিয়ান খান। মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে, সেলফি তোলার জন্য আচমকাই শাহরুখ...

শাহরুখ খানের শুটিং বিভ্রাট

0
গোপনে হবে শাহরুখ খানের ছবির শুটিং। ডাঙ্কির শ্যুটিংয়ের ছবি একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে।...