করোনা আক্রান্ত হয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।সোমবার এক টুইট বার্তায় নিজেই সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন তিনি।
শরদ পাওয়ার জনিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত। কিন্তু, এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি। গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদেরকে করোনা পরীক্ষা এবং উপযুক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি।অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনুগুপ্ত।জানা গিয়েছে, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। যে কারণে কোনও ঝুঁকি না নিয়ে রবিবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সুরজিৎ সেনগুপ্তকে। এদিকে, করোনায় সংক্রমিত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী। কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় তাঁর জ্বর এবং মৃদু উপসর্গের কথা জানিয়েছেন। যারা গত কয়েকদিন সংস্পর্শে এসেছেন, তাদেরকে করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন বলেই জানিয়েছেন। গত বছর শেষের দিক থেকে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব কোভিডে আক্রান্ত হয়েছেন। রবিবারই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার করোনা বৃদ্ধির কারণ ভারত বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে জানানো হয়েছে, গত এক সপ্তাহে প্রায় ১৫০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ।