শপথগ্রহণ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে চায়ে পে চর্চায় এনডিএ সাংসদরা। রবিবার ৭ নম্বর লোককল্যাণ মার্গে চা-চক্রে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জিতন রাম মাঝি, অর্জুন রাম মেঘওয়াল, শিবরাজ সিং চৌহ্বান, হরদীপ সিং পুরী।
ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, অজয় তামতা, অন্নপূর্ণ দেবী, চিরাগ পাসওয়ান, রাও ইন্দরজিৎ সিং, কিরণ রিজিজু, জিতিন প্রসাদ, সি আর পাটিল, ভগীরত চৌধুরী, এইচ ডি কুমারস্বামী, হর্ষ মালহোত্রা, মনোহর লাল খট্টর, রক্ষা খাদসে, নিত্যানন্দ রাই। প্রধানমন্ত্রী বাসভবনে উপস্থিত ছিলেন বি এল বর্মা, পঙ্কজ চৌধুরী, রভনীত সিং বিট্টু, নির্মলা সীতারমন, জি কিষাণ রেড্ডি, বন্দি সঞ্জ, পীযূষ গোয়েল, জয়ন্ত সিং চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সনোওয়াল, নীতিন গড়করি। পশ্চিমবঙ্গ থেকে জয়ী সাংসদ শান্তনু ঠাকুরও প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন। তবে এই সমস্ত জয়ী সাংসদরাই নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে স্থান পাবেন কিনা, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি।