ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডনকে ডোমেস্টিক পলিসি উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার অভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ এবং উপদেষ্টা হিসাবে নিযোগ করা হয়েছে তাঁকে।
বাইডেন জানিয়েছেন, স্বাস্থ্য, অভিবাসন, শিক্ষা ক্ষেত্রের নীতি তৈরিতে সাহায্য করবেন নীরা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে নীরাই আমেরিকার ডোমেস্টিক পলিস উপদেষ্টা হলেন। জানা গিয়েছে , জননীতি ঠিক করার ক্ষেত্রে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নীরাকেই কাজে লাগাতে চাইছে বাইডেন প্রশাসন। এর আগে বারাক ওবামা ও কিল্টন জমানায় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাব কাজ করেন।