বংশধর আসছে কাপুর পরিবারে, অথচ খবর নেই নীতু কাপুরের কাছে। পাপারাৎজিদের থেকেই তিনি জানতে পারলেন ছেলে রণবীর কাপুরের বাবা হওয়ার খবর।
রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ে ছিলেন নীতু। ঠাকুমা হওয়ার সুখবর পৌঁছল সেখানেই। সুখবর শুনেই তাড়াতাড়ি করে মেকআপ ভ্যান থেকে নেমে আসেন হবু ঠাকুমা। মুহূর্তের স্তব্ধতা ছিল। তার পরেই খুশিতে মাতোয়ারা হয়ে পড়েন জুনিয়ার কাপুরের হবু ঠাকুমা। তাঁকে দেখে বেশ বোঝা যাচ্ছিল, আকস্মিক সুখবরে হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারছিলেন না অভিনেত্রী। এত সুন্দর একটা খবরের জন্য নীতু ধন্যবাদও জানিয়েছেন পাপারাৎজিদের। সেটে ফেরার পথে শেষমেষ আবেগের বশে রণবীরের দুই পরবর্তী ছবি শামশেরা এবং ব্রহ্মাস্ত্রর প্রচার করতেও কিন্তু ভোলেননি নীতু কাপুর।