আগামিদিনে গাজায় লড়াইয়ের তীব্রতা কমবে। এমনই মন্তব্য করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
প্রায় প্রতিদিনই ইজরায়েল সেনার অভিযানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এক সাক্ষাৎকারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন,আগামিদিনে গাজায় লড়াইয়ের তীব্রতা কমবে। কিন্তু এই যুদ্ধের অবসান হবে না। যতদিন না প্যালেস্তিনীয় ভূখণ্ড থেকে জঙ্গি সংগঠনটির নাম মুছে দেওয়া হচ্ছে ততদিন এই লড়াই চলবে।গাজার পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে লেবানন সীমান্তও। সেখান থেকে ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট হেজবোল্লা। এই প্রসঙ্গেও বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, উত্তরে লেবানন সীমান্তে ইজরায়েল আরও সেনা মোতায়েন করবে।সেখানে লড়াই চলছে হেজবোল্লার সঙ্গে।এদিকে, ইজরায়েলের অভিযানের ফলে গাজায় তীব্র হয়েছে ওষুধের সংকট। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।