Wednesday, August 17, 2022
বিনোদনদেশের পপুলেশন নিয়ে নতুন ছবি 

দেশের পপুলেশন নিয়ে নতুন ছবি 

এবার দেশে বাড়তে থাকা জনসংখ্যার প্রসঙ্গ তুলবেন অনু কাপুর। তৈরী হচ্ছে হাম দো হামারে বারা। পরিচালনায় কমল চন্দ্র।
ইতিমধ্যেই অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে ছবির পোস্টার। ছবির ব্যাপারে অভিনেতা অনু কাপুরকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ছবির টাইটেলই ছবির বিষয়ে বলে দিয়েছে। এরপরেই তিনি মশকরার ছলে বলেছেন, ভারতীয়রা লাজুক প্রকৃতির। অথচ এই লজ্জা পেতে গিয়ে কখন যে ১৩০ কোটির পপুলেশন হয়ে গিয়েছে তা ভারতীয়রা বুঝতেই পারলেননা। আর দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খুবই চিন্তার বিষয়। তাই মানুষকে এই উদ্বেগজনক প্রবণতা সম্পর্কে এখনই ভাবতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে। আর এই ফিল্মটি শুধুমাত্র অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির সাইড এফেক্টসকেই তুলে ধরবে তা নয়, বরং এর সমাধানের উপায়ও বলবে। আর এটিই এ ছবির বিশেষত্ব। এমনটাই জানিয়েছেন  হাম দো হামারে বারা ছবির পরিচালক কমল চন্দ্র।

More News

স্বাধীনতা দিবসে বিদ্রোহী প্রভাস

0
স্বাধীনতা দিবসে, তলোয়ার হাতে বিদ্রোহী প্রভাস, আসছেন সালার। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সালার ছবির পোস্টার। পরিচালনায় প্রশান্ত...

আগামী ইদেই আসছে টাইগার থ্রি 

0
টাইগার ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পাড়, এবার টাইগার থ্রি নিয়ে আসছেন সলমন খান। স্বাধীনতা দিবসে, সোশ্যাল...

ফ্লপ অক্ষয় কুমারের রক্ষাবন্ধন

0
ভাইবোনের ভালোবাসাও বাঁচাতে পারল না অক্ষয় কুমারের রক্ষাবন্ধনকে। রাখি পূর্ণিমায় রিলিজ করেও বক্স অফিসে মুখ...