Wednesday, May 31, 2023
Top Newsমায়ানমারের ওপর  আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

মায়ানমারের ওপর  আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

আমেরিকা ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মায়ানমারের বিরুদ্ধে। আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে কেন্দ্র করে মায়ানমারের সেনাবাহিনীর সংশ্লিষ্ট দুজন ব্যক্তি ও ছটি প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

বলা হয়েছে, এরা সবাই জুন্টাকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট এবং আমদানি ও মজুত করতে সহায়তা করে অসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে।২০২১ সালে ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অসামরিক জনগণ ও সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছেই। বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে। গঠিত হয়েছে জুন্টাবিরোধী সরকার এবং প্রতিরোধ বাহিনী।মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, অভ্যুত্থানের পর থেকেই মায়ানমার সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে নৃশংসতা এবং হিংসতা চালিয়ে আসছে।তারা জনবহুল এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে।মধ্য বার্মার একটি গ্রামে বিমান হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে ও উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছে।

More News

আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয়-বংশোদ্ভূতের

0
আমেরিকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয়-বংশোদ্ভূত তরুণীর। ঘটনাটি ঘটেছে ফিলাদেলফিয়া শহরে। ওই দুষ্কৃতীরা তরুণীর থেকে...

আমেরিকায় মৃত্যুর ৪ বছর পর অক্ষত নানের দেহ 

0
আমেরিকায় মৃত্যুর চার বছর পরেও এক নানের মৃতদেহ অক্ষত অবস্থায় উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, ২৯...

ন্যাটোতে ইউক্রেন, যুদ্ধের সূত্রপাত : কিসিঞ্জার

0
প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বলেছেন,ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা আমেরিকার জন্য...