কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রায়দিঘী থানার ২৩ নং লাট এলাকায়।
জানা যায়, সোমবার ভোর বেলা রায়দিঘীর ২৩ নং লাট এলাকার অবৈতনিক বিদ্যালয়ের পাশে সদ্যজাত শিশুকন্যাকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসীন্দারা। এলাকার বাসীন্দারা ঘটনার খবর দেয় রায়দিঘী থানার পুলিশকে পাশাপাশি বাসিন্দারাই সদ্যোজাতকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রায়দিঘী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উদ্ধার হওয়া সদ্যোজাত শিশু কন্যা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা ওই সদ্যোজাত শিশু কন্যাকে রাস্তায় ফেলে দিয়ে গেল রাতের অন্ধকারে তা জানা যায়নি।ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘী থানার পুলিশ।