Tuesday, September 27, 2022
Sportsনেইমার-এমবাপ্পের হাতাহাতির খবর

নেইমার-এমবাপ্পের হাতাহাতির খবর

মপলিয়েরের বিপক্ষে ম্যাচের তখন ২৩ মিনিট,পেনাল্টির সুযোগ পায় পিএসজি। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন পিএসজি’র তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি আরও একটি পেনাল্টি পায়।এমবাপ্পে এবারও পেনাল্টি নিতে এগিয়ে আসেন। তবে এবার তাকে সুযোগ দেন নি ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।তিনি নিজেই জোর করে পেনাল্টি নেন এবং গোল করেন।স্বভাবতই এমবাপ্পে এই ঘটনায় খুশি হতে পারেননি। ম্যাচে তাকে অনেক সময়ই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বল সামনে না আসলে দৌড়াচ্ছিলেন না ফরাসি তারকা,এমবাপ্পে।ঘটনার নাকি সেখানে শেষ নয়, দুই পিএসজি তারকার মাঠের লড়াই নাকি ড্রেসিং রুম পর্যন্ত গড়িয়েছে এবং সেখানে রীতিমতো চিৎকার চেঁচামেচি করেছেন।সতীর্থদের তাদের সামলাতে হিমশিমও খেতে হয়েছে। দুই তারকা মাথা ঠোকাঠুকি করেছেন বলেও দাবি করা হয়েছে।যদিও এ বিষয়ে নেইমার-এমবাপ্পে কিংবা পিএসজির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

More News

ঘানাকে উড়িয়ে দিল ব্রাজিল

0
ফ্রান্সের লু আভহাতে ঘানার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১১...

এমবাপ্পে, ফ্রান্স ফুটবলে বিতর্ক

0
ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবল দলের টিম ফটো ও স্পন্সর কাজকর্মে থাকবেন না। কারণ...

রোনাল্ডোকে টপকালেন মেসি

0
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই,পিএসজি ও স্বাগতিক অলিম্পিক লিঁও।  পিএসজির আর্জেন্টাইন...