দেশজুড়ে ইসলামের শাসন জারি করতে নাশকতার ছক! এই অভিযোগে এবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-এর নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ।
কেরল ও তামিলনাড়ুর দুই চার্জশিটে মোট ৬৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারিতে ওই সংগঠন সম্পর্কে বিস্ফোরক তথ্য হাতে এসেছিল মহারাষ্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াডে’র। জানা গিয়েছিল, ২০৪৭ সালের মধ্যেই ভারতে ইসলামের শাসন জারি করাই লক্ষ্য ছিল ওই সংগঠনের। আর সেই মিশনের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও অন্যান্য সাহায্য বিদেশি শক্তির কাছ থেকেই পাওয়ার পরিকল্পনাও হয়ে গিয়েছিল। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইউএপিএ আইনের অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় পিএফআই সংগঠনকে।