Thursday, November 30, 2023
Top Newsনিজ্জরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ

নিজ্জরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। মোহালি আদালতের নির্দেশে শনিবার পাঞ্জাবের জলন্ধর জেলার ভরসিংপুরা গ্রামে খালিস্তানি নেতার বাড়ির বাইরে একটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ দেওয়া হয়েছে।
হরদীপ সিং নিঙ্গুরের মৃত্যু ঘিরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ভারত ও কানাডার নিষ্ফারের বিরুদ্ধে ইন্টারপোলের পক্ষ থেকে একটি রেড কর্নার নোটিশ জারি হয়েছিল। প্রত্যর্পণ এড়াতে কানাডার নাগরিকত্ব পেয়েছিলেন খালিস্তানি জঙ্গি নিজ্জর। জানা গিয়েছে, পঞ্জাব থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া ওই বিচ্ছিন্নতাবাদী নেতা পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। পঞ্জাব সহ ভারতের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার সঙ্গেও সরাসরি যুক্ত ছিল নির। এই পরিস্থিতিতে খলিস্তানি জঙ্গি গুরপটওয়ান্ত সিংহ পাল্গুনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। তার বিরুদ্ধে কানাডায় থাকা ভারতীয়দের হুঁশিয়ারী দেওয়ার অভিযোগ উঠেছে।

More News

নিজ্জর খুনে কানাডাকে একহাত নিল দিল্লি

0
তদন্তই হল না, তার আগেই কানাডার তরফে খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুজেঁ ভারতকে অপরাধী...

নিজ্জর তদন্ত না হলে বাণিজ্য চুক্তি নয় : কানাডা 

0
খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্ত শেষ না হলে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও আলোচনাই হবে না। ভারতকে...

কানাডার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ চাইল ভারত 

0
হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগের সমর্থনে কানাডাকে প্রমাণ দিতে বলেছে ভারত।...