বাজেটের আগে পরামর্শ নিতে শিল্পোদ্যোগী ও আবহাওয়া বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এক টুইট বার্তায় নিজেই বৈঠকের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
সোমবারের বৈঠকের কথা।সূত্রের খবর, ওই বৈঠকে অর্থমন্ত্রীকে তাদের মতামত এবং পরামর্শ জানিয়েছেন বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই সব বিষয়গুলি মাথায় রেখেই ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। এরপরে ২৮ নভেম্বর এক দফা আলোচনায় বসবেন অর্থমন্ত্রী। তারপরে পরিষেবা এবং শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ এবং প্রতিনিধিদের সঙ্গে এক দফা বৈঠক হবে।আর বাজেট তৈরির আগে স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এমন সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন নির্মলা সিতারমন।