কলকাতা এবং বিধাননগর এলাকা কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যদি হুক্কা বার বন্ধই করতে হয় তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলোর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারবে না। ডিসেম্বরের শুরুতেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কলকাতায় হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন । এরপরে বিধাননগর পুরসভাও একই সিদ্ধান্ত নেয়। এরই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন হুক্কা বারের মালিকরা।