!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskছিটকে গেলেন ওভারটন

    ছিটকে গেলেন ওভারটন

    Published on

    সাম্প্রতিক খবর

    জেমি ওভারটনের পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকে পাবে না ইংল্যান্ড।

    এদিকে,এখন পর্যন্ত কেবল একটিই টেস্ট খেলেছেন ওভারটন।জেমস অ্যান্ডারসন ফিট না থাকায় ২০২২ সালের জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে অভিষেক হয় তার। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে তিনি দারুণভাবে মেলে ধরেন নিজেকে। জনি বেয়ারস্টোর সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ২৪১ রানের জুটি।টেস্ট অভিষেকে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার সম্ভাবনাও জাগান ওভারটন। শেষ পর্যন্ত যদিও ৯৭ রানে থামতে হয় তাকে। অভিষেক টেস্টে এই পজিশনে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের যা সর্বোচ্চ ইনিংস। পরে ওভারটন বল হাতে নেন ম্যাচে ২ উইকেট।আলো ঝলমলে অভিষেকের পরও দলের পরের টেস্টে ভারতের বিপক্ষে একাদশে জায়গা হারান জেমি ওভারটন। যার অনুপস্থিতিতে তিনি সুযোগ পেয়েছিলেন, সেই অ্যান্ডারসন ফেরেন ভারতের বিপক্ষে ওই ম্যাচে।পরে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়েন জেমি ওভারটন। আরও একবার তিনি একই ধরনের চোটে পড়লেন। বাকি ইংলিশ গ্রীষ্মেই হয়তো আর মাঠে নামতে পারবেন না সারের ৩০ বছর বয়সী ক্রিকেটার জেমি ওভারটন।

    Your ad here

    আরো খবর