Monday, September 25, 2023
Top Newsতান্ত্রিকের জন্য কেসিআরের মন্ত্রিসভায় মহিলা নেই : নির্মলা 

তান্ত্রিকের জন্য কেসিআরের মন্ত্রিসভায় মহিলা নেই : নির্মলা 

তান্ত্রিকের পরামর্শে মন্ত্রিসভায় কোনও মহিলাকে সুযোগ দেননি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
TELENGANA
যার জেরে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ, তান্ত্রিক এবং নিউমারোলজিস্টদের পরামর্শেই ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মন্ত্রিসভায় কোনও মহিলাকে জায়গা দেননি কেসিআর। মহিলাদের মন্ত্রিসভায় নিলে সরকার ভেঙে যেতে পারে। তান্ত্রিক এমন কথা শোনানোর পরেই মেয়েদের ছাড়া সরকার গড়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।পাশাপাশি তান্ত্রিকের পরামর্শে দীর্ঘদিন সচিবালয়েও যাননি তিনি। শেষ পর্যন্ত পুরনো সচিবালয় ভেঙে তান্ত্রিকের পরামর্শ মতো নতুন অফিস তৈরি করা হয়। নির্মলা সীতারমন আরও দাবি করেছেন, তান্ত্রিকের পরামর্শেই দলের নাম পরিবর্তন করেছেন কেসিআর। তেলঙ্গানার মানুষ এবং তেলুগুভাষীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার পর এখন জাতীয় দল তৈরি করছেন তিনি। তাঁর এই উদ্যোগও ব্যর্থ হবে।

More News

পূর্বতন সরকার রেলের আধুনিকীকরণে পদক্ষেপ করেনি : মোদী

0
পূর্বতন সরকার ভারতীয় রেলের আধুনিকীকরণে কোনও পদক্ষেপ করেনি। এভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উৎসবের...

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অর্থকষ্ট বিরোধীদের : রাহুল 

0
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অর্থকষ্টে ভুগছে বিরোধীরা। এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার দিল্লির এক...

ভোট ব্যাঙ্কের জন্য হায়দরাবাদ মুক্তি দিবস হয়নি : শাহ  

0
ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য পূর্ববর্তী সরকারগুলি হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপন করেননি। এভাবেই বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয়...