
করোনা থেকে বাঁচতে যেখানে সারা বিশ্বে অনেক দেশে টিকাকরণ শুরু হয় সেখানে নরওয়ে টিকা নিয়ে ২৩ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দিন কয়েক আগে ফাইজার বায়ো এনটেক টিকা নিয়েছিলেন ওই ব্যক্তিরা।
এদের প্রত্যেকেরই বয়স আশির বেশি। জানা গিয়েছে ২৩ জনের মধ্যে ১৩ জনের ক্ষেত্রে ডায়ারিয়া , বমি, জ্বরের উপসর্গ ছিল। তাই মনে করা হচ্ছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় এদের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে নাইজেরিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আগেই টিকাকরণ নিয়ে সতর্ক হতে বলেছিল। তারা জানিয়েছিল ৮০ বছরের ঊর্ধ্বে এই ভ্যাকসিন ঝুঁকিপূর্ণ হতে পারে। এখনও পর্যন্ত নরওয়ের ৩০ হাজার মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন । ইতিমধ্যেই নাইজেরিয়ার নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে ফাইজার বায়ো এনটেক এই মৃত্যুর তদন্ত শুরু করেছে। পরিস্থিতি দেখে কিছুটা সতর্ক ফাইজারও। ইতিমধ্যেই ইউরোপের বহু দেশে ভ্যাকসিন সরবরাহে রাশ টেনেছে তারা।