দক্ষিণবঙ্গে আগামী দুদিন কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। জানিয়েছেন, এখনই তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে , আগামী আটচল্লিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের পরিস্থিতি তেমন নয় । হাওয়া অফিস জানিয়েছে , আগামী চব্বিশ ঘণ্টায দার্জিলিং-কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বস্তুত, বুধবার সকালে আকাশ মেঘলা থাকলেও, গরম ছিল ভালমতোই। আর তার জেরে কার্যত গলদঘর্ম অবস্থা হয়েছে মানুষজনের। সন্ধের দিক থেকে হাওয়া চলায় অবশ্য পরিস্থিতি সকালের থেকে অনেকাংশেই ভাল হয়েছে ।