Wednesday, September 27, 2023
জাতীয় সংবাদকেরলে স্যর-ম্যাডাম নয়, বলতে হবে টিচার

কেরলে স্যর-ম্যাডাম নয়, বলতে হবে টিচার

আর স্যর বা ম্যাডাম নয়, এবার কেরলের সব স্কুলের শিক্ষকদের বলতে হবে টিচার। লিঙ্গভেদ দূর করতে রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন কিছুদিন আগেই এই মর্মে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতরকে।
কমিশনের প্যানেলের দাবি, শিক্ষকদের স্যর বা ম্যাডাম বলে সম্বোধন করলে লিঙ্গ বিভাজনের ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে। সেক্ষেত্রে টিচার শব্দটি অনেক বেশি লিঙ্গনিরপেক্ষ।প্যানেলের দুই সদস্য কেভি মনোজ কুমার এবং সি বিজয়কুমার কেরলের শিক্ষা দফতরকে চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। কমিশনের প্যানেল মনে করছে স্যর বা ম্যাডাম সম্বোধনের ফলে পড়ুয়াদের মধ্যে লিঙ্গসাম্যের ধারণাটি তৈরি হচ্ছে না। তাছাড়া এর ফলে শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের দূরত্বও তৈরি হচ্ছে বলে দাবি করেছে কমিশন। তাই টিচার শব্দটিই এ ক্ষেত্রে যথোপযুক্ত বলে মনে করেছেন প্যানেলের সদস্যরা।

More News

পূর্বতন সরকার রেলের আধুনিকীকরণে পদক্ষেপ করেনি : মোদী

0
পূর্বতন সরকার ভারতীয় রেলের আধুনিকীকরণে কোনও পদক্ষেপ করেনি। এভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উৎসবের...

কেরলে নিপা শনাক্তকরণে ট্রু-নট টেস্ট

0
কেরলে এবার নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণে পরীক্ষা শুরু করছে সরকার। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন,...

কেরলে নিপার সংক্রমণ নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী   

0
কেরলে নিপা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তবে রাজ্যবাসীকে সতর্ক...