বগটুইকাণ্ডে লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডির নজরে এবার রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম। দ্বিতীয়বার তদন্তে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে গিয়েছে ফরেন্সিক দল।
শাওয়ার পাইপ থেকে বাথরুমের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা সবটাই পরীক্ষা করে দেখা হয়েছে। এই উচ্চতায় আত্মহত্যা সম্ভব কিনা তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। লালনের দেহের ভারবহনের ক্ষমতা শাওয়ার পাইপের ছিল কিনা তা জানতে সম ওজনের বস্তু দিয়ে পরীক্ষা করা হয়েছে। এদিকে রামপুরহাটে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেকেন্ড ইন কমান্ড অজয় ভাটনগর। লালনের মৃত্যুর ঘটনায় পুলিশের এফআইআরে নাম থাকা সিবিআই আধিকারিক ও অফিসারদের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর। গরুপাচার মামলায় দুই তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে-কেও সিজিওতে ডেকে পাঠানো হয়েছে।