সমলিঙ্গ বিবাহে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার। হলফনামায় সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিরোধিতা করে বলা হয়েছে, সমলিঙ্গ বিবাহ এবং অসমলিঙ্গ বিবাহের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে।
তাই দু’টোকে একভাবে দেখা উচিত নয়। সমলিঙ্গ সম্পর্কের স্বীকৃতি পাওয়ার অর্থ এই নয় যে, সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিতে হবে। অসমলিঙ্গ বিবাহের সামাজিক মূল্য রয়েছে। দেশ, সমাজের উন্নতির জন্য এই বিবাহের স্বীকৃতির প্রয়োজন থাকলেও অন্যটির নেই বলেও হলফনামায় দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর দেশে সমলিঙ্গ সম্পর্ক আর খাতায় কলমে ‘বেআইনি’ না হলেও, সমলিঙ্গ বিবাহের কোনও আইনি স্বীকৃতি এখনও পর্যন্ত দেশে নেই।সোমবারই এই সংক্রান্ত মামলায় উভয়পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।