শুক্রবার থেকে ফের মাওবাদী বনধে পুরোনো আতঙ্কের ছবি দেখা গেল জঙ্গলমহলে। ঝাড়গ্রাম শহর সহ জেলার বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় বনধের ভাল প্রভাব পড়েছে।
মাওবাদী বনধের প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলেও। বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা ও সিমলাপাল এই চারটি মাওবাদী প্রভাবিত ব্লকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ।রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে অপরাধীদের নিয়োগের প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এই বনধ ডাকা হয়েছে। এই সব এলাকায় গত কিছুদিন ধরে মাওবাদী সংগঠনগুলি সক্রিয় হয়েছে বলে জানা গিয়েছে। গত কিছুদিন ধরেই বিভিন্ন পোস্টার দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারই ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে বেলপাহাড়িতে। এর পরই বনধের দিন একটাও দোকান খোলেনি এই এলাকাগুলিতে। বেসরকারি বাস রাস্তায় প্রায় নেই বললেই চলে, ১-২ সরকারি বাস শুধু চলছে।