Tuesday, April 23, 2024
বিনোদনট্রেলারেই  হিট ওহ মাই গড টু

ট্রেলারেই  হিট ওহ মাই গড টু

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ওহ মাই গড টু-এর ট্রেলার প্রকাশ হয়েছে।সিনেমাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা থাকলেও ট্রেলারটি দর্শকদের বেশ মুগ্ধ করেছে।সিনেমাটিতে ক্রান্তি স্মরণ মুদগল নামের এক পিতার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি।

এক পিতা যার ছেলের সঙ্গে ঘটে গেছে একটি ঘটনা।স্কুলে সেক্স এডুকেশন নিয়েই সিনেমার প্রেক্ষাপট।বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ছোটদের কী ক্ষতি করতে পারে সেটাই দেখানো হয়েছে এই সিনেমায় ।সেখানে নিজের ছেলেকে বিপদমুক্ত করতেই পঙ্কজ লড়ে যান আইনি লড়াই।শিব ভক্ত সেই পিতার অগাধ বিশ্বাস ভগবান মহাদেবের প্রতি।ছেলেকে বাঁচাতেই মহাদেবের উপাসনার দ্বারস্থ হন তিনি।এতে বিপক্ষ আইনজীবীর চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম।সনাতন ধর্মের নিয়মের সঙ্গে এর তাৎপর্যমূলক ব্যাখ্যাও দেওয়া হয়েছে সিনেমাটিতে।ট্রেলারের বেশির ভাগ জুড়েই রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।সিনেমার ট্রেলারে গোটা গায়ে ছাইয়ের মাখানো,মাথায় জটা, কপালে তিলক আঁকা ভগবান শিবের দূতরূপী অক্ষয়কে দেখে মুগ্ধ দর্শকরা।অক্ষয় কুমারের কিছু সংলাপ ফ্যানদের মনে নাড়া দিয়েছে।সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর দেখা যাবে রামায়ণ খ্যাত অরুণ গোবিলকে।জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্নধর্মী গল্পের ওহ মাই গড টু-নিয়ে ইতিমধ্যে ফ্যানদের প্রত্যাশা তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর সেই উন্মাদনা বহুগুণে বেড়ে গেছে।সোশ্যাল মিডিয়াতে ট্রেলারের প্রশংসা করছেন দর্শকরা। অনেকের মতে, দীর্ঘদিন পর সিনেমা হলে হিটের দেখা পেতে যাচ্ছেন অক্ষয় ‍কুমার।ওহ মাই গড টু -এ অক্ষয় কুমার ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল ও আমির নায়েক।অমিত রাইয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বাহল। ১১ আগস্ট মুক্তি পাবে ওহ মাই গড টু।

More News

সিনেমা মুক্তির নতুন কৌশলে অক্ষয়

0
অক্ষয় কুমারের বছরে ৩ থেকে ৪টা সিনেমা মুক্তি পায়।কিন্তু সাম্প্রতিক কালে বেশিরভাগ সিনেমাই ব্যর্থতার মুখ দেখছে। বিগত বছরগুলোতে অক্ষয় কুমারের...

খনি মজুরদের বাঁচানোর লড়াইয়ে অক্ষয় 

0
 মাত্র ৪৮ ঘণ্টা সময় হাতে,মাটির নিচে আটকে পড়া খনি মজুরদের বাঁচানোর মরিয়া লড়াই। শেষপর্যন্ত অক্ষয়...

মোদীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ শাহরুখের 

0
জন্মদিনে প্রধানমন্ত্রীকে মজা করে ছুটি কাটানোর পরামর্শ দিয়েছেন শাহরুখ খান। ৭৩ তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র...