কোচবিহারের দিনহাটার গীতালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-র গুলিতে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের দাবি বছর ২৪-র প্রেম বর্মন বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন।
২ দিন আগেই বাড়ি ফিরেছিলেন। সকালে জমিতে চাষের কাজ দেখতে গিয়েছিলেন। তখনই পাচারকারী সন্দেহে ওই যুবককে গুলি চালিয়েছে বিএসএফ। এদিকে বিএসএফের দাবি ওই যুবক গরুপাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার পর এলাকায় পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। তাঁরা মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন।