Tuesday, September 27, 2022
আন্তর্জাতিক সংবাদমায়ানমারে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ

মায়ানমারে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ

সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা ধরনে হিংসতার জেরে মায়ানমারে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। বলা হয়েছে,সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

 

২০২১ সালের ফেব্রুয়ারির মাসে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত ৭ লাখের বেশি মানুষ তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।আর এই অভ্যুত্থানের আগেই গৃহহারা হয়েছিল আরও তিন লাখের বেশি মানুষ।এদিকে সুচির ক্ষমতাকালে ২০১৭ সালে এসব রোহিঙ্গাকে নৃশংস দমন-পীড়ন চালিয়ে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে।

More News

মায়ানমারের জুন্টা -জাতি গোষ্ঠী সংঘাত বাড়ছে

0
মায়ানমারের জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনী বা সরকারের সংঘাত জুন্টার ক্ষমতা দখলের পর থেকে সাম্প্রতিক...

নির্বাচনে জালিয়াতি : সুচি’র ৩ বছরের কারাদণ্ড

0
নির্বাচনে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মায়ানমারের নোবেলবিজয়ী নেত্রী অং সান সু চি। তাকে তিন বছরের...

সু চির সঙ্গে আলোচনার ইঙ্গিত সামরিক জুন্টার

0
বিচারপ্রক্রিয়া শেষে  অং সান সু চির সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মায়ানমারের সামরিক প্রধান। বর্তমানে সামরিক বাহিনী...