ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কৌশিক মাহাত নামে ওই ব্যক্তিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন কৌশিক। ফলে কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ১১।
আগেই গ্রেফতার করা হয়েছে রাজেশ মাহাত, শিবাজি মাহাত-র মত কুড়মি নেতাদের। বৃহস্পতিবারই হঠাত্ করে কুড়মি পাড়ায় গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আইনি সহায়তার কথাও বলেছেন। কুড়মিদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে সরব হয়েছেন তিনি। এদিকে ৮ জুন আদিবাসী সংগঠনগুলোর যৌথমঞ্চের ডাকা বন্ধে ছাড় দেওয়া হল রেলকে। কুড়মিদের অনৈতিকভাবে এসটি তালিকাভুক্ত করার চক্রান্তের প্রতিবাদে আদিবাসীদের ২৪ টি সংগঠনের ডাকা ১২ ঘণ্টা বন্ধ চলবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে।