Sunday, September 24, 2023
Top Newsদলে এক ব্যক্তি-এক পদ, বার্তা রাহুলের 

দলে এক ব্যক্তি-এক পদ, বার্তা রাহুলের 

দলে এক ব্যক্তি, এক পদ মেনে চলতে হবে। নাম মা করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এমনই বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি নির্বাচনে অশোক গেহলটের প্রার্থী হওয়া একরকম নিশ্চিত। কিন্তু রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও নারাজ তিনি। এর প্রেক্ষিতে কেরলে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, তাঁরা উদয়পুরের চিন্তন শিবিরে নেওয়া এক ব্যক্তি, এক পদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আশা করবেন তা বজায় থাকবে। কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শিক পদ হিসাবে দেখতে হবে। যিনিই কংগ্রেস প্রধান হবেন, তাঁকে মনে রাখতে হবে যে তিনি একটি ধারণার, একটি বিশ্বাসের, ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করছেন। বিজেপিকে নিশানা করে করে রাহুল গান্ধী জানিয়েছেন, কংগ্রেস এমন একটি যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে যা এই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোকে দখল করে নিয়েছে। তাদের কাছে মানুষকে কেনার জন্য সীমাহীন অর্থ এবং চাপ ও হুমকি দেওয়ার ক্ষমতা রয়েছে। এর পরিণতি গোয়ায় দেখা গিয়েছে। আর ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য হল ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন বোঝানো।

More News

ভারত দ্বন্দ্ব থেকে দৃষ্টি ঘোরাতেই মহিলা সংরক্ষণ বিল : রাহুল

0
ভারত বনাম ভারত দ্বন্দ্ব নিয়ে দৃষ্টি ঘোরানোর জন্যই তড়িঘড়ি সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল...

ইভিএম ছেড়ে ব্যলটে ফিরে যাওয়া উচিৎ: মণীশ তিওয়ারি

0
ইভিএমে কারচুপি করা সম্ভব। তাই নির্বাচনের জন্য ব্যালট পেপারে ফিরে যাওয়া উচিত। ভোটে কারচুপি রুখতে এই...

কেন মহিলা সংরক্ষণ বিলে নেই ওবিসি, প্রশ্ন রাহুলের 

0
কেন মহিলা সংরক্ষণ বিলের আওতায় আনা হল না ওবিসিদের। কেন্দ্রকে নিশানা করে এমনই প্রশ্ন তুলেছেন...