Tuesday, September 26, 2023
Top Newsমালদায় বিস্ফোরণে ঝলসে গেল নাবালকের মুখ 

মালদায় বিস্ফোরণে ঝলসে গেল নাবালকের মুখ 

পঞ্চায়েতের আগে বোমা বিস্ফোরণে ফের আক্রান্ত শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুরের ঋষিপুর এলাকায়।
বছর নয় আহত শিশুর নাম রোহন চৌধুরী। জানা গিয়েছে বাড়ির সামনে মাঠে বল ভেবে বোমা নিয়ে খেলার সময় আচমকাই তাতে বিস্ফোরণে মুখ ঝলসে যায় নাবালকের। এরপরই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজনরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিশুটি। যদিও খেলার মাঠে যেখানে বিস্ফোরণ হয়। সেখানে কোনো বোমা মজুত ছিল নাকি বাজি এখনো তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More News

সাগর দত্ত-র প্রিন্সিপালকে ফোনে হুমকি মদনের

0
সাগর দত্ত মেডিক্যাল কলেজে দালালরাজ নিয়ে কয়েক দিন ধরেই সরব কামারহাটির  তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার সেই...

জুয়ার টাকা নিয়ে বচসা, বসিরহাটে গুলিবিদ্ধ যুবক

0
জুয়ার টাকা নিয়ে বচসায় বসিরহাটে যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে উত্তর ২৪...

উত্তরপ্রদেশে বন্ধ সঞ্জয় গান্ধী হাসপাতাল, সরব কংগ্রেস 

0
চিকিৎসায় গাফিলতির অভিযোগে অমেঠীর সঞ্জয় গান্ধী হাসপাতাল বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ১৪ সেপ্টেম্বর দিব্যা...