পেট্রোল ডিজেলের বিকল্প হিসেবে বেসরকারি বাসকেও সিএনজিতে কনভার্ট করা হবে। কসবায় পরিবহণ দফতরে ইলেকট্রিক বাসের উদ্বোধনে এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এজন্য বেসরকারি বাস মালিকদের বাড়তি সময় দেওয়া হবে। কিটও দেওয়া হবে।
এদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে কলকাতার পথে নামল আরও ইলেকট্রিক বাস। রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেছেন কেন্দ্র তেলের দাম বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে বাসের ভাড়া বাড়ানো ছাড়া উপায় থাকে না। তাই একবছর ধরে চেষ্টা করে বিকল্প ব্যবস্থা হিসেবে ইলেকট্রিক বাস কেনার চিন্তাভাবনা করা হয়। এখন রাজ্যের কাছে ১৯০ টি ইলেকট্রিক বাস রয়েছে। কয়েক দিন আরও বাস আসবে। এছাড়া ৩০-৪০ টি বাসকে ডিজেল থেকে সিএনজিতে কনভার্ট করা হয়েছে। তাই বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে যাওয়ায় আগামী দিনে তেলের ওপর নির্ভরশীল হতে হবে না।