Sunday, September 24, 2023
Scienceটিকটকে ডাউনভোট দেওয়ার সুযোগ

টিকটকে ডাউনভোট দেওয়ার সুযোগ

একটি নতুন ফিচার আনার ঘোষণা করেছে সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক, যার মাধ্যমে কমেন্টে ডাউনভোট দিতে পারবেন ইউজার। ঘোষণা অনুযায়ী, ভিডিও’র নীচে বিভিন্ন কমেন্টের সঙ্গে থাকা লাইক বাটনের পাশে দেখা যাবে নতুন এই বাটন।

 

একটি,থাম্বস-ডাউন আইকন হিসেবে থাকবে এটি, যেটিতে ক্লিক করতে পারবেন ইউজার।পরীক্ষামূলক হিসেবে ফিচারটির প্রথম ঘোষণা এসেছিল গেল এপ্রিলে। টিকটক বলছে, এখন থেকে ফিচারটি বিশ্বজুড়ে চালাতে পারবেন ইউজাররা।এ ছাড়া, ডাউনভোট বাটনে পুনরায় চাপ দিয়ে এটি আনডু করতে পারবেন তারা।ভিডিও’র বিভিন্ন কমেন্টের লাইক সংখ্যা দেখা গেলেও ডাউনভোট সংখ্যা সবাই দেখতে পাবেন না। এর থেকে ইঙ্গিত মিলছে যে কেবল একটি ব্যাক-এন্ড মডারেশন টুল হিসেবে কাজ করবে ডাউনভোট বাটনটি। টিকটক বলছে, কমেন্টে ডাউনভোট করা সরাসরি কমিউনিটির কাছ থেকে ফিডব্যাক শোনার একটি নতুন উপায়। পাশাপশি, যেসব কমেন্ট অপ্রাসঙ্গিক বা অনুপযুক্ত সেগুলো আরও ভালোভাবে শনাক্ত করতে পারবে প্ল্যাটফর্মটি।নতুন কমেন্ট ডাউনভোট ফিচার এলেও, বিভিন্ন টিকটক নীতি লঙ্ঘন করা কমেন্ট সম্পর্কে অভিযোগ জানানোর সুযোগ এখনও পাবেন ইউজার।রেডিটের মতো অন্যান্য প্ল্যাটফর্মে বেশ আগে থেকেই ছিল কনটেন্ট ডাউনভোট দেওয়ার অপশন।

More News

টিকটককে ৪ হাজার ৪১ কোটি টাকা জরিমানা

0
চীনা সোশ্যাল মিডিয়া এবং শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটককে ৪ হাজার ৪১ কোটি ৫৫ লাখ টাকা...

টিকটক : বাংলাদেশে ৪২ লাখ ভিডিও ডিলিট

0
২০২৩ সালের ফার্স্ট কোয়ার্টারে,জানুয়ারি-মার্চ প্লাটফর্ম থেকে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও ডিলিট করেছে টিকটক।এর...

টিকটক ‘পাসকি লগইন’

0
আইফোনে পাসকি লগইন সমর্থিত থার্ড পার্টি অ্যাপের ব্যবহার বেড়েছে। তবে, এখন নিজস্ব পাসকি লগইন সুবিধা...