জম্মু ও কাশ্মীর শাসন করছে বহিরাগতরা। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বর্তমানে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছেন। যাত্রার মধ্যেই কংগ্রেস সাংসদ বলেছেন, জম্মু ও কাশ্মীরে রাজ্যের তকমা হল সবচেয়ে বড় ইস্যু। তার থেকে বড় কিছু নেই। রাজ্যের নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কংগ্রেস রাজ্যের দাবিকে পূর্ণ সমর্থন করে।রাহুল গান্ধী আরও বলেছেন, বৃদ্ধ-যুবক, মহিলা-পুরুষ যাদের সঙ্গেই তাঁর দেখা হয়েছে, তাঁরা বলছেন, আগে জম্মু ও কাশ্মীরের মানুষ এলাকায় শাসন করতেন, তবে এখন বহিরাগতরা জম্মু ও কাশ্মীর চালাচ্ছেন। আর প্রশাসন তাদের কথা শোনে না। এছাড়াও অগ্নিবীর প্রকল্পে সেনায় নিয়োগ নিয়েও কেন্দ্রের প্রবল সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ।