পহেলগাঁও দুঃখজনক, ভারত সেটাই হাতিয়ার করেছে : শাহবাজ

0
27
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা দুঃখের, কিন্তু ভারত উস্কানিমূলক ও বেপরোয়া আচরণ করেছে, যার লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় শান্তি বিঘ্নিত করা। আজারবাইজানে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে গিয়ে এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শাহবাজ দাবি করেছেন, কাশ্মীরে যা হয়েছে তা অমানবিকতা। মানবাধিকারের চরম লঙ্ঘন। ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন ভ্যালিতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়াসংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছিল। তবে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করেছিল।
সেই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাল্টা পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা চালালেও ভারত তা প্রতিহত করে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কম করে ৪-৫ দিন চলে। তারপর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান।