পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই জুন মাসের শুরুর থেকেই রাজ্যজুড়ে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির পাল্টা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে প্রচারে নামছে রাজ্য বিজেপি।
উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ৩ জায়গায় সভা করবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। একথাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে কবে কোথায় কে সভা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জুন-জুলাই-অগাস্টে হাজার মণ্ডলে হাজার সভা করবে বিজেপি। সেই লক্ষ্যে জুন মাসে ২৯৪ বিধানসভায় ২৯৪ টি মণ্ডলে সভা হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।