Home বিনোদন দেশপ্রেমিক পরিণীতি চোপড়া, সঙ্গে হার্ডি সান্ধু

দেশপ্রেমিক পরিণীতি চোপড়া, সঙ্গে হার্ডি সান্ধু

0
14

কোড নেম তিরঙ্গা, দেশের রক্ষার্থ্যে নতুন মিশন নিয়ে আসছেন পরিণীতি চোপড়া, সঙ্গ দেবেন হার্ডি সান্ধু। প্রকাশ্যে এসেছে ছবির টিজার।

কোড নেম তিরঙ্গা মূলত একজন নির্ভীক গুপ্তচরের গল্প। যিনি সর্বদা নিজের দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত৷ এমনই এক র ( RAW) এজেন্টের ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে। হাতে বন্দুক আর দুর্দান্ত কিছু অ্যাকশন সিকুয়েন্সে নজর কাড়বেন অভিনেত্রী। যদিও হার্ডি সান্ধুর চরিত্রটি পুরোপুরি প্রকাশ করা হয়নি টিজারে। তবে অনুমান একের পর এক সুপারহিট গানের মতোই এবার অভিনয়ের দারুণ চমক দিতে চলেছে এই পাঞ্জাবি গায়ক। পরিণীতি চোপড়া এবং হার্ডি সান্ধু ছাড়াও কোড নেম তিরঙ্গা-তে শরদ কেলকার, দিব্যেন্দু ভট্টাচার্য, শিশির শর্মা এবং সব্যসাচী চক্রবর্তী-র মতো অভিনেতাদের দেখা যাবে। কথা রয়েছে, আগামী ১৪ অক্টবর রিলিজ করবে রিভু দাশগুপ্ত পরিচালিত কোড নেম তিরঙ্গা।

NO COMMENTS