আদালতে নিজের হয়ে সওয়াল করেও কাজে এল না পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ২৭ তারিখ পর্যন্ত শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে পেয়েছে সিবিআই।
অন্যদিকে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রিদের ৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত হয়েছে। এদিকে বৃহস্পতিবার আদালতে নিজের হয়ে সওয়ালে বিচারপতিকে পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন ছিল মন্ত্রী হওয়া কি অপরাধ। পার্থ চট্টোপাধ্যায়কে সওয়ালের জন্য ৫ মিনিট সময় দিয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এই ৫ মিনিটে পার্থ চট্টোপাধ্যায় বলতে থাকেন তিনি তো মন্ত্রী ছিলেন, অন্যদের মত বোর্ডে ছিলেন কিন্তু নিয়োগ কর্তা ছিলেন না। বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন যা তিনি বলছেন তা অর্ডারে রাখতে হবে। যা তাঁর বিরুদ্ধেও যেতে পারে। নিজের পড়াশোনার কথা বলতে গিয়ে পার্থ বলেছেন রামকৃষ্ণ মিশনের ভাল ছাত্র ছিলেন। ব্রিটিশ কাউন্সিল থেকে পাস করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করতেন। বিচারককে আরও বলেছেন আইনের ছাত্র হিসেবে তিনি জানেন ৮ মাস কোনও কিছুর প্রাইমা ফেসি থাকে। ৭০ বছরের ওপরে বয়স। থানায় কোনও অভিযোগ নেই। বিরোধী দলনেতাও ছিলেন। তাঁকে কেউ অসৎ বলতে পারেনি। আর অসৎ হলে, চুরি করলে এতবার মানুষ তাঁকে ভোটে জেতাতেন না। বিচারকের তরফে জবাব না পেয়ে পার্থ আরও বলতে থাকেন জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারবেন কিনা তা তাঁর জানা নেই।