ইন্ডাস্ট্রিতে শাহরুখ খানের ৩০ বছর, পাঠান ছবির ফার্স্ট লুক শেয়ার করে তারই সেলিব্রেশন করলেন বলিউডের বাদশা। এক মুখ দাড়ি আর হাতে বন্দুক নিয়ে অ্যাংরি ম্যানের অবতারে ধরা দিলেন কিং খান।
দীর্ঘ পাঁচ বছর পর ফের শাহরুখ-ম্যাজিক বড়পর্দায়। ৫৬-তেও এত ফিটফাট। শাহরুখের এট্রাকটিভ লুকে এক্কেবারে থ হয়ে গিয়েছে নেটিজেন। ছবিতে, এক অতিসাধারণ মানুষের ভূমিকায় নজর কাড়বেন কিং খান। তাঁর কাছে ভারতই পরম ধর্ম, তাঁর সর্বস্ব। আর এই সর্বস্বকেই রক্ষা করতে সবসময়ই প্রস্তুত পাঠান। দীপিকা পাডুকোন আর জন আব্রাহামের সাথে হাত মিলিয়ে দেশের সেবায় নামবেন পাঠান। সূত্রের খবর, আরিয়ান খান পাকাপাকিভাবে বাড়ি ফেরার পর শাহরুখ জোরকদমে শুরু করেছেন শ্যুটিং। অপেক্ষা ২০২৩ সালের। কথা রয়েছে, ২৫ জানুয়ারি হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও রিলিজ করবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান।