!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

33.1 C
Kolkata
33.1 C
Kolkata
More
    HomeNewsdeskবাংলাদেশের সিনেমায় পাওলি দাম 

    বাংলাদেশের সিনেমায় পাওলি দাম 

    Published on

    সাম্প্রতিক খবর

    বাংলাদেশের পরিচালক ফাখরুল আরেফীন খানের প্রথম ছবি ভুবন মাঝি-তে দেখা গিয়েছিল পশ্চিমবাংলার পরমব্রত চট্টোপাধ্যায়কে। এরপর তিনি পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে তৈরি করেন,গণ্ডি এবং জেকে ১৯৭১ নামের দুটো সিনেমা।

    এবার নিজের চতুর্থ সিনেমার কাজ শুরু করেছেন পরিচালক আরেফীন। নাম,নীল জোছনা।সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস,নীল জোছনার জীবন অবলম্বনে। আর এবার বাংলাদেশের আরেফিনের সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। তাকে দেখা যাবে সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। সম্প্রতি কলকাতায় পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন পরিচালক ফাখরুল।সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক জানিয়েছেন,পাওলির বিপরীতে বাংলাদেশের একজন শিল্পীকে তিনি নির্বাচিত করবেন।খুব শিগগির তা চূড়ান্ত করে জানাবেন তিনি।আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে পাওলি বলেছেন, গত বছর পরিচালক ফাখরুল আরেফিন খান তাঁর সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন।প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছেন, যেহেতু তখনো মোশতাক আহমেদের সেই বইটি পাওলির পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লেন,তখন দারুণ লাগল। বলা যায়,এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছেন। যার আনুষ্ঠানিকতা সম্প্রতি হয়েছে।অভিনেত্রী পাওলি দাম আরো বলেছেন, সত্যি বলতে কী প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে।যেগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের ইন্টারেস্টলার।ইনসেফশনের উদাহরণ দেওয়া যেতে পারে।নতুন এই সিনেমায় পাওলি দাম প্রসঙ্গে পরিচালক আরেফীন বলেছেন,গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করেন।এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়,তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও তাঁদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছেন, পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারবেন।জানা যাচ্ছে,নীল জোছনা সিনেমার শ্যুটিং শুরু হবে আগামী মাসের শেষদিকে,একটানা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।

    Your ad here

    আরো খবর