Sunday, March 26, 2023
Top Newsদেশের মানুষ সমকামী বিয়ে নিয়ে বিচার করুক : রিজিজু

দেশের মানুষ সমকামী বিয়ে নিয়ে বিচার করুক : রিজিজু

দেশের মানুষই সমকামী বিয়ে নিয়ে বিচার করুক। সম্প্রতি এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। বিষয়টির বিচার করার ভার দেশের মানুষের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি।
সমকামী বিয়ের আইনি বৈধতা নিয়ে একটি মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন। তার মধ্যে কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে, সমকামী বিয়ে সংক্রান্ত আইনটি সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত কিনা এক প্রশ্নে জবাবে আইনমন্ত্রী বলেছিলেন যে সংসদে নির্বাচিত সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে বাস করে থাকেন। এরপরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি করেন। সমপ্রেমী বিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের অতি সক্রিয়তাকে কার্যত সমালোচনা করেন রিজিজু। তাঁর মতে, এ ব্যাপারে শীর্ষ আদালতের আলাদা মতামত থাকতেই পারে। তবে, বিষয়টি নিয়ে সংসদে বিতর্ক হওয়া দরকার বলে মনে করছেন। সংসদের তৈরি আইনের সংশোধনের প্রয়োজন মনে করলে, সেক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার মতামত জানাতে পারেন বলে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী।

More News

সমলিঙ্গ বিবাহে আপত্তি, কোর্টে হলফনামা কেন্দ্রের

0
সমলিঙ্গ বিবাহে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্রীয় সরকার। হলফনামায় সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিরোধিতা...

সমলিঙ্গে বিয়ে: বিল পাস আমেরিকা কংগ্রেসে

0
সমলিঙ্গে বিয়ের অধিকারকে সুরক্ষিত করতে বিল পাশ করেছে আমেরিকার কংগ্রেস। সমলিঙ্গ এবং ভিন্ন বর্ণের মানুষদের...