গুগল ক্রোম কমবেশি সবাই ব্যবহার করেন। নিরাপদ সার্চ ব্রাউজিং হিসেবে গুগল ক্রোম জনপ্রিয়। তবে এবার ইউজারদের জন্য দুঃসংবাদ আনলো গুগল। গুগল জানিয়েছে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল ক্রোম। অর্থাৎ সেসব অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোম ব্যবহার করা যাবে না।আগস্ট থেকেই এটি কার্যকর হবে। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ ওরিও এবং অ্যান্ড্রয়েড ৯ পাই এবার বিদায়ের পথে।
নতুন করে আর কোনো আপডেট মিলবে না এতে। ন্যূনতম আপডেট পেতে হলেও আপনার ফোনের অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০।ফলে যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন, তাদের অনেকেরই ওএস ভার্সন অ্যান্ড্রয়েড ৮ বা ৯।ফলে আগস্টের পর থেকে তারা আর কোনো আপডেট পাবেন না। ফলে এমন নয় যে এই ওএস ভার্সনের ফোনগুলোতে রাতারাতি কাজ করা বন্ধ করবে গুগল ক্রোম। ফোনে ক্রোম ব্যবহার করা যাবে, কিন্তু নিরাপত্তা থাকবে না। এদিকে যখন যা কিছু জানতে ইচ্ছা হচ্ছে যাবতীয় কাজ করতে প্রয়োজন ক্রোম। আর এক্ষেত্রে ডাটা লিক হওয়ার আশঙ্কাও থাকে অনেক বেশি।
বিশেষ করে যদি ফোনের মাধ্যমে বিভিন্ন স্পর্শকাতর অ্যাপ বা সাইট খোলেন, তাতে ডাটা ফাঁসের সম্ভাবনা বাড়বে কয়েকগুণ।তথ্য বলছে, এখনো ৬ শতাংশ অ্যান্ড্রয়েড ৯ ইউজার করেছেন। ৮ ও ৮.১ ইউজার ৪ শতাংশ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সফটওয়্যারের এই ভার্সন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সম্ভব হলে অবিলম্বে ওএস আপডেট করতে হবে। অন্যথায় ফোন বদল করুন। নাহলে বড় সমস্যায় পড়তে পারেন।