পাঠান’কে পাইরেসির হাত থেকে রক্ষা করতে ফ্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রশিল্পকে পাইরেসির হাত থেকে বাঁচাতে বিশ্বজুড়ে থাকা তার ফ্যানদের কাছে এই আহ্বান জানিয়েছেন শাহরুখ।
দুর্দান্ত এক নতুন প্রোমো ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন, পাঠান যেমন ভারতের জন্য লড়াই করে, আপনারাও আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য পাইরেসির বিরুদ্ধে লড়াই করুন।এরপর দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে শাহরুখ লিখেছেন,প্রেক্ষাগৃহে পাঠান দেখুন।ক্ষমতা এখন আপনাদের হাতে। পাইরেসি রুখে দিন।উল্লেখ্য,বেশ কয়েকটি পাইরেসি ওয়েবসাইট মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো আপলোড করে।যার ফলে সিনেমার নির্মাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিভিন্ন সাইটে বিভিন্ন ভাষায় আপলোড হয় সিনেমাগুলো। ২০২১ সালে ভারতে,ব্ল্যাক উইডো,২০ মিলিয়নেরও বেশিবার পাইরেট হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। যার ফলে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের মতো বিশাল লোকসান গুনতে হয়েছে সিনেমাটির কর্তৃপক্ষকে। অন্যদিকে ,পাঠান দিয়ে দীর্ঘ চার বছরের অধিক সময় পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। দীপিকার সাথে পুনরায় জুটি বেঁধে ফ্যানদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছেন। সিনেমাটিতে আরো রয়েছেন জন আব্রাহাম। সেই সঙ্গে বিশেষ একটি চরিত্রে থাকছেন টাইগার খ্যাত সালমান খান।