নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে লালবাজারে গিয়েছেন ফুরফুরা শরিফের ৩ পীরজাদা ও তাঁদের অনুগামীরা। সেখানে প্রথমে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পীরজাদারা।
তাঁদের বলতে শোনা যায় তাঁদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছেছেন। তাঁরা আরও বলেছেন রাজনীতি সবাই করতে পারে, কিন্তু অন্যায়কে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বেশ কয়েকদফা আলোচনার পর অবশ্য পীরজাদাদের লালবাজারে প্রবেশের অনুমতি দেওযা হয়। এদিকে আইএসএফ-র ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ভাঙড়ের বিধায়ক তথা ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকির পুলিশ হেফাজতের বিরোধিতায় সোমবারই সরব হয়েছিলেন কাশেম সিদ্দিকি। এরই মধ্যে হাতিশালায় সংঘর্ষের ঘটনায় আরও ২ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে সোমবার রাতে কাশীপুর থেকে শেখ ফিরোজ এবং মঙ্গলবার ভোরে আরও একজনকে গ্রেফতার করা হয়।