অনুপ্রবেশকারীরা এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোনার থালার মতো। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে কাগজ উড়িয়ে তুফান তুলে ফেলেছিলেন, এখন তিনিই সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন। এখন তা সোনার থালার মতো। তাঁর জনকল্যাণমুখী প্রকল্পগুলিও ভোটব্যাঙ্ককে মাথায় রেখে। ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে সিন্দুক খোলেন মুখ্যমন্ত্রী।প্রধানমন্ত্রীর কথায়, ভারতকে বিকশিত করতে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতকে বিশ্বের দরবারে নিয়ে যেতে বাংলার ভূমিকা অনস্বীকার্য। দুর্ভাগ্যের বিষয় এই মহান পরম্পরাকে প্রথমে লালেরা এবং এখন তৃণমূল কংগ্রেস তছনছ করে দিয়েছে। দেশকে এগোতে হলে বাংলার নতুন করে জাগরণ দরকার। তবে দুঃখের বিষয় বাংলায় ক্ষমতালোভীরা মসনদে। তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করে।