!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskতাঁর নয়, প্রধানমন্ত্রীর দফতর মানুষের : মোদী 

    তাঁর নয়, প্রধানমন্ত্রীর দফতর মানুষের : মোদী 

    Published on

    সাম্প্রতিক খবর

    তাঁর নয়, প্রধানমন্ত্রীর দফতর মানুষের।তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দফতরের আধিকারিকদের উদ্দেশে প্রথম বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীর। সোমবার সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে যান নরেন্দ্র মোদী।
    সেখানে আধিকারিকদের প্রথম বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১০ বছর আগে দেশের মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণা ছিল। তারা ভাবতেন, প্রধানমন্ত্রীর দফতর মানে পাওয়ার সেন্টার। তবে এটি কোনও পাওয়ার সেন্টার নয়। তিনি তেমনটা ভাবেন না। এটা তাঁর পন্থা নয়, এমন কোনও ইচ্ছেও তাঁর নেই। ২০১৪ সাল থেকে তিনি চেষ্টা করছেন যাতে প্রধানমন্ত্রীর দফতর মানুষের অনুঘটক হিসেবে কাজ করে। প্রধানমন্ত্রীর দফতর যেন মানুষের দফতর হয়, নরেন্দ্র মোদীর নয়।তাঁর কথায়, তাঁরা তেমন মানুষ নন যারা ১০টা-৫টার ডিউটি করে। সময় তাদের বেঁধে রাখতে পারবে না। চিন্তাভাবনার কোনও নির্দিষ্ট সময় হতে পারে না। তাদের প্রচেষ্টার যেন কোনও অন্ত না হয়।
    Your ad here

    আরো খবর