তল্লাশির নামে ডাকাতির অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধেই। মালদহে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে মালদহের কালিয়াচকের ৫২ বিঘা এলাকায় শ্রমিক সরবরাহকারী মহম্মদ এসরাউলের বাড়িতে লুঠপাট চালান। এসরাউলের অভিযোগ বাড়িতে রাখা প্রায় ৩৪ ভরি সোনা এবং শ্রমিকদের পাওনা হিসেবে রাখা ২৫ লাখ টাকা লুঠ করে নিয়ে যায় পুলিশকর্মীরা। এমন কি বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এসরাউল আরও জানিয়েছেন তাঁর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ না থাকলেও পুলিশ এমন কাণ্ড ঘটিয়েছেন। পুলিশের এমনকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েন মালদহ পুলিশের কর্তারা। কালিয়াচক থানার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আনিস সরকার জানিয়েছেন ইতিমধ্যেই অভিযুক্ত এএসআই পীযূষ মণ্ডল, কনস্টেবল রাজকুমার ঘোষ এবং কনস্টেবল আশিস দেকে সাসপেন্ড করা হয়েছে।