অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভারতের বাইরে থাকার সময় আন্ধেরি বাংলোতে আবারও প্রবেশ করেছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী। কিন্তু আলিয়ার অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে তাঁকে তাঁর বাড়িতে ঢুকতে দেননি অভিনেতার মা।
স্ত্রী আলিয়া বলছেন,তাঁর আর্থিক অবস্থা খুব খারাপ এবং যেহেতু তাঁর কাছে দুবাই ভ্রমণের পাসপোর্ট নেই, তাই স্বামীর বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু তাঁর ননদ শাবা ও শাশুড়ি মেহরুন্নিসা তাঁকে সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। তাঁর শাশুড়ি বলছেন, তাঁকে নাকি নওয়াজ বলে গেছেন, আর কোনো সম্পর্ক নেই, এমনকি তাঁর দ্বিতীয় সন্তানটিও অবৈধ। তাঁদের সন্তানকেও পারিবারিক ঝামেলার মধ্যে টেনে আনছেন তিনি। এত কিছুর পরও তারা থানায় অভিযোগ করেছে।অভিনেতার পরিবার আলিয়া সিদ্দিকীকে মধ্যরাতেই বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ডেকেছিল বলে আলিয়ার অভিযোগ।এরপরই আলিয়াকে ভারসোভা থানা সমন পাঠায়। তাঁর বিরুদ্ধে আইপিসি ধারার অধীনে একাধিক অভিযোগ রয়েছে।তাই তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। ২০২২ সালের মে মাসেই আলিয়া তাঁর বাচ্চাদের দুবাই থেকে মুম্বাই ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন,এই শিক্ষাবর্ষের পরেই, বাচ্চাদের বাড়িতে ফিরিয়ে আনবেন, এই মুহূর্তে তারা একজন বিশ্বস্ত কাজের মেয়ের তত্ত্বাবধানে রয়েছে।উল্লেখ্য,২০২০ সালে আলিয়া নওয়াজউদ্দিনকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন,কিন্তু তিনি এক বছর পরে এটি প্রত্যাহার করে নিয়েছিলেন।