Tuesday, April 23, 2024
Top Newsওটিটিতে অস্কার মনোনীত ‘পুওর থিংস’

ওটিটিতে অস্কার মনোনীত ‘পুওর থিংস’

সিনেমাহলে পর্দা কাঁপিয়ে এবার ওটিটির পর্দায় আসছে এমা স্টোনের প্রশংসিত সিনেমা,পুওর থিংস। অস্কার মনোনীত সিনেমাটি প্রাইম ভিডিও এবং অ্যাপল টিভি প্লাসে ২৭ ফেব্রুয়ারি প্রকাশ হবে। 

কিনে এবং ভাড়ার চুক্তিতে প্লাটফর্মগুলোতে দেখতে পারবেন দর্শকরা।রিপোর্ট অনুসারে, ইয়োর্গোস ল্যান্থিমোস পরিচালিত অস্কার-মনোনীত পুওর থিংস ১২ মার্চ ব্লু-রে-ডিভিডি-তেও মুক্তি পাবে।পতিতালয়ের ডাক্তার, আলফির অধ্যায় এবং বেলার নোটবুক শিরোনামে মুছে ফেলা দৃশ্যগুলি আসন্ন ওটিটি মুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।১০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এবারের অস্কারের মঞ্চে সবচেয়ে সম্ভাবনাময় চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে ‘পুওর থিংস’কে। সিনেমাটি সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রীসহ ১১টি বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। পুওর থিংস ইতিমধ্যে বিশ্বব্যাপী সম্মানজনক অনেক পুরস্কার অর্জন করেছে।পুওর থিংস ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে এবং সেরা মোশন পিকচার মিউজিক্যাল বা কমেডি এবং সেরা অভিনেত্রীর মোশন পিকচার মিউজিক্যাল বা কমেডি জন্য গোল্ডেন গ্লোব জিতেছে। এর আগে অভিনেত্রী এমা স্টোন বলেছিলেন,তিনি পুওর থিংসে তার ক্যারিয়ারের সেরা অভিনয়টা করেছেন। অভিনেত্রীর মতে,এটি এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন এবং আনন্দময় ভূমিকা ছিল। পুওর থিংস-এ এমা স্টোনের সঙ্গে আরো অভিনয় করেছেন উইলেম ড্যাফো এবং মার্ক রাফালো।

More News

এক ফ্রেমে ফিনিক্স-এমা স্টোন-পেড্রো 

0
হোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও পেড্রো পাসকেল একফ্রেমে। সিনেমাপ্রেমীদের জন্য আর কি চাই! নির্মাতা আরি...

ড্যাফোকে এমা স্টোনের ২০ চড়

0
একবার দু’বার নয়, এমা স্টোন ২০ বার চড় মেরেছেন অভিনেতা উইলেম ড্যাফোকে। সম্প্রতি নিজেদের আসন্ন...