রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় ৪ সাংসদদের নিয়ে কেন্দ্রীয় টিম গঠন করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।
যার নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এছাড়াও এই দলে আরও ৩ সাংসদ রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে ভোট পরবর্তী হিংসার খবর নেই বলে দাবি বিজেপির কেন্দ্রীয নেতৃত্বর। তাদের বক্তব্য দেশে শান্তিপূর্ণ লোকসভা ভোটে অশান্তি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। আগামী সপ্তাহেই তাঁরা রাজ্যে আসতে পারেন। প্রেস বিবৃতি দিয়ে বিজেপি জানিয়েছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা চার সাংসদকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন। তাঁরাই বাংলায় গিয়ে হিংসার কারণ অনুসন্ধান করবেন।