ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ত্রিপুরা। অমপিনগরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তিপ্রা মথার বিরুদ্ধে। জানা গিয়েছে, গোমতী জেলার অমপিনগরে বিজয় মিছিল বের করেছিল বিজেপি।
সেই মিছিলেই হামলা চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তিপ্রা মথা কর্মীরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় অন্তত ১৫ জন বিজেপি কর্মী আহত হয়েছেন। এদিকে, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই হামলার ঘটনাতে বর্বর এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন।বিজেপির আরও অভিযোগ, দক্ষিণ জেলার বেলোনিয়া এবং সিপাহিজলা জেলার নলচরে তাদের নেতাদের ওপর হামলা হয়েছে।