Thursday, November 30, 2023
বিনোদনপ্রকাশ্যে এনএইচ ৬-এর পোস্টার

প্রকাশ্যে এনএইচ ৬-এর পোস্টার

প্রকাশ্যে এসেছে এনএইচ ৬ এর মুখ্য চরিত্রের পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে সন্দিহান নজরে এক পুলিশের চরিত্রে রাজেশ শর্মা, হাইওয়ে তে বিচলিত দম্পতি – দেবলীনা দত্ত ও যুধাজিত সরকার। রয়েছে চিমটি লেখা একটি  মাইলফলক, সুদূরে পাহাড় জঙ্গলের ধারে একটি পেট্রোল পাম্প।
রোমহর্ষক থ্রিলার এনএইচ ৬ পরিচালনা করেছেন জন হালদার। পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন জন নিজেই। এই সিরিজে রাজেশ শর্মা,দেবলীনা দত্ত ছাড়াও অভিনয় করেছেন যুধাজিত সরকার, গৌরব মল্লিক, মধুমিতা সেনগুপ্ত সহ অন্যান্যরা। সিরিজটির গল্প একটি রিয়েল এস্টেট ব্যবসায়ী বব কে নিয়ে। বব ও তার স্ত্রী নিমিশা একদিন সকালে গাড়ি নিয়ে নিমিশার বাপের বাড়ির অভিমুখে যাত্রা শুরু করে। গল্পের সূত্রে জানা যায় যে বব প্রথমবার তার শ্বশুরবাড়ি যাচ্ছে। তাদের এই যাত্রা পথে, সমস্যা শুরু হয় যখন নির্জন হাইওয়ের রাস্তায় হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায়। রহস্যজনক ভাবে এরপর থেকেই নিমিশাকে আর খুঁজে পাওয়া যায় না। কোন বিপদের হাতছানি লুকিয়ে আছে এই রহস্যময় এনএইচ ৬ এর হাইওয়ে তে? উত্তর পাওয়া যাবে এই মাসের শেষে।

More News